New Posts

আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন?

 আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন? (সূরা আততিন) ব্যাখ্যা: যখন দুনিয়া ছোট ছোট শাসকদের থেকেও তোমরা চাও এবং আশা করো থাকো যে, তারা ইনসাফ করবে, অপরাধীদের শাস্তি দিবে এবং ভালো কাজ যারা করবে তাদেরকে পুরস্কৃত করবে তখন আল্লাহর ব্যাপারে তোমরা কি মনে কর ? তিনি কি সব শাসকের বড় শাসক নন? যদি তোমরা তাকে সবচেয়ে বড় শাসক স্বীকার করে থাকো তাহলে কি তার সম্পর্কে তোমরা ধারণা করো যে, তিনি ইনসাফ করবেন না? তার সম্পর্কে তোমরা এ ধারণা পোষণ করো যে, তিনি মন্দ - ভালোকে একই পর্যায়ে ফেলবেন? তোমরা কি মনে করো তার দুনিয়ায় যারা সবচেয়ে খারাপ কাজ করবে আর যারা সবচেয়ে ভালো কাজ করবে তারা সবাই মরে মাটির সঙ্গে মিশে যাবে । কাউকে তার খারাপ কাজে শাস্তি দেওয়া হবে না এবং কাউকে তার ভালো কাজের পুরস্কার দেওয়া হবে না

No comments