মাঝে মাঝে ভাবি আমি, মূর্খ যদি হতাম
মাঝে মাঝে ভাবি আমি, মূর্খ যদি হতাম,
লিখিতাম না সাগর জলে আমার এ বুকের ব্যাথা।
মাঝে মাঝে ভাবি আমি, মূর্খ যদি হতাম,
লিখতে হতো না আমায় তোমাদের এ কুকথা।
মাঝে মাঝে ভাবি আমি, মূর্খ যদি হতাম,
বাধ্য হতাম না আমি লিখিতে সত্য কথা।
মাঝে মাঝে ভাবি আমি, মূর্খ যদি হতাম,
যেতে হতো না আমারে তোমাদের এই বন্দিশালা।
মাঝে মাঝে ভাবি আমি, মূর্খ যদি হতাম,
পড়িতে হতো না আমায় গাঁথা ফুলের মালা।
মাঝে মাঝে ভাবি আমি, মূর্খ যদি হতাম,
বয়তে দিতে হতো না আমার রক্তনালা
মাঝে মাঝে ভাবি আমি, মূর্খ যদি হতাম,
মার খেতে হতোনা সত্যতার কারণে।
মাঝে মাঝে ভাবি আমি, যদি মূর্খ হতাম,
বসে থাকতে হতনা আমারে শাহিনবাগিতে।
মাঝে মাঝে ভাবি আমি, মূর্খ যদি হতাম,
হয়ত ছেড়ে চলে যেতে হতো এই বসুন্ধরা।
মাঝে মাঝে ভাবি আমি, মূর্খ যদি হতাম,
খেতে হতো না আমারে লাঠি গুন্ডা দ্বারা।
মোহাঃ মোস্তাক আহমেদ
It's awesome poem
ReplyDeleteYou show the contemporary issues in your poem
ReplyDelete